অনন্তের ভিসা আবেদন প্রত্যাখ্যানের কথা স্বীকার সুইডেনের

SHARE

ananto bijoyবাংলাদেশের ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশের সাম্প্রতিক ভিসার আবেদন প্রত্যাখান করার কথা স্বীকার করেছে সুইডেন।

ব্লগার অনন্ত বিজয় দাশের হত্যার পর সুইডেন সরকার বুধবার একটি বিবৃতি জারি করে বলেছে, তারা অনন্তর ভিসার আবেদন প্রত্যাখান করেছিল, কিন্তু তিনি নিরাপত্তার কারণে সুইডেনে আশ্রয় চেয়ে কোনো আবেদন জানাননি।

এই বিবৃতিতে সুইডেনের সরকার বলেছে, তার হত্যার ঘটনা খুবই মর্মান্তিক।

সুইডিশ সরকার এই বিবৃতিতে জানিয়েছে, অনন্ত আশ্রয়ের আবেদন জানালে তারা তা মূল্যায়ন করে দেখতেন।

সুইডেনে লেখকদের সংগঠন ‘পেন’ মঙ্গলবার তার হত্যাকাণ্ডের পর জানায় অনন্ত দাশের স্টকহোম যাওয়ার জন্য ভিসার আবেদন সুইডেন সরকার প্রত্যাখান না করলে তিনি মঙ্গলবার বাংলাদেশের বদলে সুইডেনে থাকতেন।

পেন  সুইডিশ সরকারের ভিসা প্রত্যাখানের বিষয়টির কড়া সমালোচনা করার পর বুধবার সরকারের দিক থেকে এই বিবৃতি এল।

সিলেটের ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশকে মঙ্গলবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।

সিলেট শহরের সুবিদ বাজার এলাকায় নিজের বাসা থেকে বের হয়ে তার কর্মস্থল স্থানীয় একটি ব্যাংকে যাওয়ার পথে হামলাকারীরা তাকে কুপিয়ে হত্যা করে।

সুইডেন ও ইউরোপীয় ইউনিয়ন এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলেছে।