সিরাজগঞ্জে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ,বাড়িতে আগ্নি সংযোগ

SHARE

sirajganj mapসিরাজগঞ্জে যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে দৈনিক সকালের খবর পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি ও স্থানীয় ভিক্টোরিয়া হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলীর ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।

গুরুতর আহত অবস্থায় তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে দুর্বৃত্তরা তার বাড়িতে অগ্নি সংযোগ করে। আহত সাংবাদিক ও প্রধান শিক্ষক আইয়ুব আলী সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলীর ছোট ভাই।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত তিন দিন ধরে জানপুর ও দত্তবাড়ি যুবলীগের দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছিল।

এ ঘটনার জের ধরে রোববার সকালে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাংবাদিক আইয়ুব আলীর বাড়িতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করা হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরে সন্ত্রাসীরা তার বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে বাড়ির দুটি ঘর, ঘরের আসবারপত্র ও একটি মটরসাইকেল পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, মোটরসাইকেলে আগুন দেয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।