সাকিব-মুস্তাফিজকে রেখে ওয়ানডে দল ঘোষণা

SHARE

সাকিব-মুস্তাফিজকে রেখে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার (২০ মে) দুপুরে এ দল ঘোষণা করে বিসিবি।

১৫ সদস্যের ওয়ানডে দলে নতুন মুখ শরিফুল ইসলাম, বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।

২২শে মে থেকে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজ খেলতে শীলঙ্কান ক্রিকেট দল এখন ঢাকায়। ২১শে মে নিজেদের মধ্যের দুই দলে ভাগ হয়ে সাভারের বিকেএসপিতে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা দল। এর পর মিরপুরে ২২, ২৫ ও ২৮শে মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে দিবারাত্রির তিন ম্যাচের ভেন্যুই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। সুপার লিগের প্রতিটি ম্যাচের জন্য বরাদ্দ ১০ পয়েন্ট। সিরিজ শেষে আগামী ২৯ মে ঢাকা ছাড়বে লঙ্কান দল।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম।