দেশ এগিয়ে নিতে তরুণদের সহযোগিতা চাইলেন জয়

SHARE

joy11দেশকে এগিয়ে নিতে তরুণদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর  তথ্য ও যোগযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার দুপুরে রাজধানীর হোটেল র‌্যাডিসনে সেন্টার ফর রিসার্চ ইনফরমেশন আয়োজিত ‘ইয়ুথ ইন কমিউনিটি ডেভেলপমেন্ট নেটওয়ার্ক, নেটওয়ার্ক অ্যান্ড স্কিল আপ পলিসি ক্যাফে উইথ সজীব ওয়াজেদ জয়’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তরুণদের সহযোগিতা প্রয়োজন। যারা মানুষকে সহযোগিতা করতে চায়, আমরা তাদের সহায়তা করব। এ লক্ষে জ্ঞানভিত্তিক  কমিউনিটি গড়ে তোলা হবে। দেশে আইসিটি ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করা হবে।’
তিনি  আরো বলেন, ‘আগে তরুণ-যুবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। আমরা ক্ষমতায় এসে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ৬ বছর আগে কর্মসংস্থান বড় সমস্যা ছিল। দেশের ৪০ শতাংশ লোক বেকার ছিল। এখন সারাদেশে মাত্র ৪-৪.৫ শতাংশ মানুষ বেকার। বাকিরা সবাই কোন না কোন কাজে যুক্ত আছে।’
তিনি বলেন, ‘শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তরুণ-যুবকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে প্রতিবছর ৫০ হাজার যুবককে আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে।
আওয়ামী লীগ সরকারের নেয়া পদক্ষেপে গত ৬ বছরে দেশের মানুষের মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বের আর কোন দেশে এত অল্প সময়ে মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে কিনা আমার জানা নেই।’