বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত

SHARE

bagdad5ইরাকের রাজধানী বাগদাদে দীর্ঘ এক যুগ জারি থাকা কারফিউ তুলে নেয়া হয়েছে রোববার। শহরের বাসিন্দাদের জীবনযাত্রা আবার স্বাভাবিক করে তোলার জন্যই সরকার কারফিউ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। কিন্তু সিদ্ধান্তের সুফল পাওয়ার আগেই দুটি বোমা হামলার ঘটনায় প্রাণ হারালেন বাগদাদের অন্তত ১৫ বাসিন্দা।

সোমবার উত্তর বাগদাদে পৃথক দুটি আত্মঘামী বোমা হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় পুলিশ ও হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে,উত্তর বাগদাদের শিয়া অধ্যুষিত কাদমিয়া জেলার এক চেকপয়েন্টে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে।এতে মারা যান কমপক্ষে ১৩ জন। আহত হন ৩০ জন। হামলাকারী নিজেও এ ঘটনায় নিহত হয়েছেন।
শিয়া মুসলিমদের কাছে পবিত্র হিসেবে বিবেচিত এলাকায় এর আগেও বোমা হামলার ঘটনা ঘটেছে।
রয়টার্স আরো জানায়, দ্বিতীয় বোমা হামলার ঘটনাটি ঘটেছে উত্তর বাগদাদের একটি শহরতলীতে। আত্মঘাতী এই বিস্ফোরণে নিহতের সংখ্যা ২।
 এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
তবে এর আগে বেশ কিছু আত্মঘাতী হামলায় ইরাকের উত্তর ও দক্ষিণাংশের কয়েকটি এলাকার দখলে থাকা ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছিল।