শমসের মবিন ও দুদু আবার রিমান্ডে

SHARE

dudu mobinবিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে পৃথক মামলায় ৪ দিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রোববার একটি মামলায় রিমান্ড শেষে শমসের মবিনকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে বংশাল থানায় দায়ের করা নাশকতার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম জাহাঙ্গীর হোসেন।
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে মিরপুর থানার একটি মামলায় ৪ দিনের রিমান্ড শেষে আজ আদালতে  হাজির করা হয়। এসময় রূপনগর থানার অন্য একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক।
প্রসঙ্গত, ৮ জানুয়ারি রাতে বনানী ডিওএইএস এলাকার বাসা থেকে শমসের মবিন চৌধুরীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাকে শাহবাগ থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
এর তিন দিন পর ১১ জানুয়ারি মিরপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে আটক করা হয় দুদুকে।
এরপর বিএনপির শীর্ষস্থানীয় এই দুই নেতাকে বিভিন্ন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার রিমান্ডে নেয়া হয়েছে।