সঙ্কট নিরসনে প্রধানমন্ত্রীকে পদক্ষেপ নিতে হবে- চরমোনাই পীর

SHARE

chormonaiদেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপের কার্যকরী পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন,দেশের সকল প্রকার দায়দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে। তাকেই সঙ্কট নিরসনে সংলাপের কার্যকরী পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে রাজনীতির নামে মানুষ পুড়িয়ে মারার রাজনীতি থেকে বিএনপি জোটকে সরে আসার আহবান জানান। আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনকালে তিনি এসব কথা বলেন। ‘জনমনে শান্তি ও স্বস্বি ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান রাজনৈতিক সঙ্কট ও সহিংসতা নিরসনে অবিলম্বে উদ্যোগ গ্রহণের দাবিতে’ এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। এ সময সংগঠনের নেতাকর্মীরা সাদা পতাকা হতে রাজধানীর বিভিন্ন স্পটে অবস্থান নেয়। বড় দুই দলকে হুঁশিয়ার করে রেজাউল করীম বলেন, সরকার ক্ষমতায় থাকার জন্য মানুষের বুকে গুলি চালাবে আর আমরা নীরব হয়ে সেটা দেখব তা হতে পারে না। অন্যদিকে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় যাওয়ার জন্য পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করবে সেটাও বাংলার মানুষ সহ্য করবে না। লাশের ওপর দাঁড়িয়ে রাজনীতি করা মানুষ কখনোই মেনে নেবে না। তিনি বলেন, এই রাজনৈতিক সঙ্কট নিরসনে প্রেসিডেন্টকে ব্যবস্থা নিতে ইসলামী আন্দোলন আহ্বান জানিয়েছিল, কিন্তু তিনি দায়িত্ব পালন করেননি। তাই শান্তির দাবিতে ইসলামী আন্দোলন রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে। শিগিগিরই এই সঙ্কট সমাধানে সরকার উদ্যোগ গ্রহণ না করলে আগামী ৮ই ফেব্রুয়ারি জেলায় জেলায় এবং ১৩উ ফেব্রুয়ারি থানা পর্যায়ে সাদা পতাকা হাতে মানববন্ধন করা হবে। এর পরেও সমাধান না হলে সারা দেশ থেকে সাদা পতাকা হাতে নিয়ে সাধারণ জনগণ রাজধানীতে সমবেত হয়ে এর কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দেন চরমোনাই পীর। সংগঠনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লা আলমাদানী, মহানগর আমীর মাওলঅনা এটিএম হেমায়েত উদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।