আমার নজর থাকবে যে ১০ জনের দিকে

SHARE

rechard১৪টি দলে ১৫ জন করে ক্রিকেটার৷ কার দিকে নজর রাখবেন? ১০ জনকে বেছে দিলেন ভিভ রিচার্ডস৷ আই সি সি-র ওয়েবসাইটে৷

এ বি ডি’ভিলিয়ার্স: ওকে দিয়েই শুরু করতে হচ্ছে৷ কিছুদিন আগে একদিনের ক্রিকেটে দ্রুততম শতরান করল৷ ওকে যত দেখছি, মনে হচ্ছে নিজেকে দেখছি৷ দেখে মনে হচ্ছে না ব্যাট করতে নেমে ওর কোথাও কোনও সমস্যা হচ্ছে বলে৷ ও যে শটগুলো মারে, সেগুলো দেখলেই মন আনন্দে ভরে যায়৷ ওর স্টাইলটাই আমার পছন্দ৷ ও এমন একজন ব্যাটসম্যান, যাকে একদিনের ক্রিকেটের কোনো দল থেকেই বাদ দেওয়া যাবে না৷

বিরাট কোহলি: আর যার দিকে তাকিয়ে আছি, সে হল বিরাট কোহলি৷ টেস্টে যতগুলো সেঞ্চুরি আছে, একদিনের ক্রিকেটে তার সংখ্যা দ্বিগুণ৷ এত কম বয়সেই এই কাজটা করেছে৷ সীমিত ওভারের ক্রিকেটে ও এতটাই আত্মবিশ্বাসী৷ বলছি না যে টেস্টে ওর আত্মবিশ্বাস নেই, কিন্তু একদিনের ক্রিকেটে ওর আক্রমণাত্মক মেজাজটাই আমার পছন্দ৷ যেভাবে কেরিয়ার শুরু করেছিল, এবং তারপর আজ যে জায়গায় পৌঁছেছে, তাতে এক কথায় অনবদ্য৷ ও আরও ভালো জায়গায় নিজেকে নিয়ে যাবে৷

ক্রিস গেইল: আক্রমণাত্মক ব্যাটসম্যানদের নিয়ে আলোচনাটাই অসম্পূর্ণ থেকে যাবে ক্রিস গেইলের নাম না করলে৷ নিজের দিনে ও বোলারের ঘুম ছুটিয়ে দেবে৷ যেকোনো পরিবেশে, পরিস্হিতিতে ও ম্যাচ উইনার৷ ও ছন্দে থাকলে বিপক্ষ চোখের নিমেষে ম্যাচ হেরে বসবে৷ ও এতটাই বিধ্বংসী৷

স্টিভ স্মিথ: এখন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথ৷ একেবারে প্রথাগত ব্যাটসম্যান বলতে আমরা যা বুঝি, ও তা নয়৷ কিন্তু গত দু’বছরে ও যা উন্নতি করেছে, অবিশ্বাস্য৷ আর কাউকে এতটা উন্নতি করতে দেখিনি৷ অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন হওয়ার পর ওর উন্নতিটা দেখছি৷ নিজের ইচ্ছেমতো ফিল্ডারদের মাঝখান দিয়ে যেখানে-সেখানে বল পাঠাচ্ছে৷ ক্রিকেটে ‘হ্যান্ড-আই কো-অর্ডিনেশন’ বলতে যা বুঝি, সেটা স্মিথের অসাধারণ৷ ও নিজের দেশে বিশ্বকাপ খেলবে৷ সেই সুবিধেটুকু যে পুরোপুরি নেবে, তাতে কোনো সন্দেহ নেই৷

গ্লেন ম্যাক্সওয়েল: অস্ট্রেলিয়া দলে খেলার জন্য ও ব্যাটসম্যান হিসেবে জাতে উন্নতি করেছে৷ অসামান্য প্রতিভা৷ কিন্তু নিজের ক্ষমতার প্রতি সুবিচার করেনি৷ হয়ত সেই কারণে আমরা জানি না, কোনো বিশেষ দিনে ও কী করতে পারে৷ আর এই কারণেই ওকে আমার এই তালিকায় রেখেছি৷ আমি দেখতে চাই, নিজের দেশের মাটিতে ও কী করতে পারে৷ যদি ম্যাক্সওয়েল ওর সেরা ছন্দে থাকে, অন্য অনেক দলকে ভুগতে হবে৷

ব্রেন্ডন ম্যাকালাম: এরকমই এক ব্যাটসম্যান নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম৷ পরের দিকে ও অবশ্য ম্যাক্সওয়েলের থেকে বেশি ধারাবাহিকতা দেখিয়েছে৷ ব্যাটসম্যান হিসেবে তো বটেই, ক্যাপ্টেন হিসেবেও ও কতটা কী করে, তা দেখার জন্য অপেক্ষা করে আছি৷ এটা হয়ত ওর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার শেষ সুযোগ৷

কুমার সাঙ্গাকারা: সাঙ্গাকারাও ওর শেষ বিশ্বকাপ খেলছে৷ আম্তর্জাতিক ক্রিকেটকে গত কয়েক বছরে ও যতটা আলোকিত করেছে, আর কোনও ব্যাটসম্যান পারেনি৷ টেস্ট, একদিনের ক্রিকেট, দুটিতেই প্রচুর রান করেছে৷ আমি শ্রীলঙ্কার ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত৷ আমার বিশ্বাস সাঙ্গাকারার যা অভিজ্ঞতা, তা দিয়ে ও দলকে বিশ্বকাপে ভালো খেলার জন্য উদ্বুদ্ধ করতে পারবে৷

ডেল স্টেন: বোলারদের মধ্যে স্বাভাবিক ভাবেই সবার আগে আসবে ডেল স্টেনের নাম৷ আমার মতে ও বিশ্বের সেরা ফাস্ট বোলার৷ গত কয়েক বছর ধরে৷ ও এতটাই ধারাবাহিক ও আক্রমণাত্মক, আর কারও সঙ্গে তুলনাই করা যাবে না৷ সীমিত ওভারের ক্রিকেটেও কখনও রান আটকানোর কথা ভাবে না৷ ওর বোলিং পুরোটাই গতির ওপর নির্ভরশীল৷ যে ধরনের ক্রিকেটই হোক না কেন, উইকেট ও পাবেই৷ ওর জন্যই দক্ষিণ আফ্রিকা এতটা ভয়ঙ্কর প্রতিপক্ষ৷ এবারের বিশ্বকাপে দলের হয়ে স্পেশাল কিছু করে দেখানোর সুযোগ ওর সামনে৷

মুহম্মদ ইরফান: সাত ফুট লম্বা৷ ও আর একজন ফাস্ট বোলার, যার দিকে নজর রাখতে হবে৷ ওর উচ্চতার জন্য অস্ট্রেলিয়ান বাউন্স ভরা উইকেটে ও কার্যকরী হবেই৷ ব্যাটসম্যানকে সমস্যায় ফেলে দেবে৷ তার ওপর ও বাঁহাতি৷ সেটা বাড়তি সমস্যার কারণ হবে ব্যাটসম্যানদের কাছে৷ গোটা প্রতিযোগিতায় ও যদি ফিট থাকে, পাকিস্তান কিন্তু দুর্দান্ত একজন বোলারকে পাবে৷