পরিবহন খাত হরতাল-অবরোধের আওতামুক্ত রাখার দাবি

SHARE

driverপরিবহন খাতকে হরতাল-অবরোধের আওতামুক্ত করাসহ কয়েকটি দাবিতে মানববন্ধন করেছে পরিবহন মালিক-শ্রমিকরা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্লাহ খান।
তিনি পরিবহন মালিক-শ্রমিকদের দাবি প্রসঙ্গে বলেন, পরিবহন খাতকে হরতাল-অবরোধের আওতামুক্ত করতে হবে।
এছাড়া সাম্প্রতিক হরতাল-অবরোধে নাশকতায় ক্ষতিগ্রস্ত মালিক-শ্রমিকদের সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান এবং পরিবহন মালিকদের ব্যাংক সুদ মওকুফেরও দাবি জানান তিনি।
তিনি জানান, হরতাল-অবরোধ প্রত্যাহার করা না হলে শ্রমিকদের নিয়ে জাতীয় কনভেনশন ডেকে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া নাশকতাকারীদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডেরও দাবি জানান তিনি।