মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্বে অস্ট্রেলিয়া

SHARE

miss uniআমেরিকার ফ্লোরিডায় রোববার মিস ইউনিভার্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১৫টি দেশের প্রতিযোগী নির্বাচিত হয়েছে। এদের মধ্যে অস্ট্রেলিয়া, ভারত, জ্যামাইকা ও যুক্তরাষ্ট্রের প্রতিযোগীও রয়েছে।

এই প্রতিযোগিতায় এখনো যে ১৫ প্রতিযোগী টিকে রয়েছে তাদের মধ্যে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইতালি, নেদারল্যান্ড, স্পেন, ইউক্রেন ও ভেনিজুয়েলার সুন্দরীরা রয়েছে। ৮৮ প্রতিযোগী থেকে এই ১৫ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়েছে। এরা বর্তমান মিস ইউনিভার্স গ্যাব্রিয়েলা ইসলারের উত্তরসূরী হবার জন্য লড়ছেন।

ডোরালের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রতিযোগীরা নয়নাভিরাম ঐহিত্যবাহী পোশাক পড়ে মঞ্চে উপস্থিত হন।

১০ জন বিচারক পরবর্তী মিস ইউনিভার্স নির্বাচিত করবেন। বিচারকদের মধ্যে কিউবান-আমেরিকান মিউজিক মোগল এমিলিও ইস্টেফ্যান, কিউবার মঞ্চ তারকা ইউলিয়াম লেভি ও ফিলিপাইনের বক্সিং তারকা ম্যানী প্যাকুইয়ারো রয়েছেন। এই প্রতিযোগিতাটি বিশ্বের প্রায় ৬০ কোটি দর্শক উপভোগ করছেন।