চালু হলো ভ্রাম্যমাণ যক্ষ্মা নির্ণয় কেন্দ্র

SHARE

মুজিব বর্ষ উপলক্ষে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে ভ্রাম্যমাণ যক্ষা নির্ণয়কেন্দ্র। রাজধানীর হাতিরঝিলে চারটি ক্যারাভানে উন্নতমানের এক্স-রে ও জিন এক্সপার্ট মেশিন বসিয়ে সকাল থেকেই শুরু হয় সাধারণ মানুষের যক্ষ্মা নির্ণয় কার্যক্রম। সেই সঙ্গে বিকেলে হাতিরঝিলের মুক্তমঞ্চে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা।

অনুষ্ঠানস্থলে উপস্থিত জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার সামিউল ইসলাম সাদী কালের কণ্ঠকে বলেন, প্রতিটি ক্যারাভান এর মধ্যে উন্নত মানের যক্ষ্মা নির্ণয় যন্ত্রপাতি রয়েছে। একইসঙ্গে পরীক্ষার পরপরই রিপোর্ট দিয়ে দেওয়া হয়। আজ এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও দ্রুত সময়ের মধ্যে এই গাড়িগুলো দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পাঠিয়ে দেয়া হবে। যার মাধ্যমে মানুষ নিজের বাড়ি ঘরের কাছে বসেই যক্ষ্মা নির্ণয় করার সুযোগ পাবেন।

তিনি জানান, বিকেলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বেসরকারি সংস্থা ব্রাক এই আয়োজনে সরকারের অন্যতম সহযোগী হিসেবে কাজ করছে।