চাকরিতে ২৪ বছর সিক লিভ!

SHARE

sick leaveভারতে এক সরকারি কর্মকর্তা ২৪ বছর ধরে অসুস্থতাজনিত ছুটি বা সিক লিভ কাটানোর পর সরকার শেষ পর্যন্ত তাকে বরখাস্ত করেছে। ১৯৮০ সালে কেন্দ্রীয় গণপূর্ত বিভাগে এঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন এ.কে. ভার্মা।

এক্সিকিউটিভ এঞ্জিনিয়ার হিসেবে ১৯৯০ সালে তিনি সিক লিভ-এ যান এবং এরপর তিনি আর অফিসে ফিরে আসেননি। তার এই দীর্ঘ ছুটি নিয়ে কেন্দ্র সরকার ১৯৯২ সালে একটি তদন্ত কমিটি গঠন করে।

কিন্তু তাকে সরকারি চাকরি থেকে ছাঁটাই করা হবে কি না, সেই প্রক্রিয়া শুরু হতে হতে ২০০৭ সালে এসে যায়। আর তাকে ছাঁটাই করার চুড়ান্ত সিদ্ধান্তটি নিতে গণপূর্ত বিভাগের সময় লাগে আরো সাত বছর।

তবে এই পুরো সময়টিতে ভার্মাকে বেতন দেয়া হয়েছে কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি। বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, ভারতের সরকারি অফিসগুলোতে কর্মকর্তাদের অফিস কামাই করার প্রবণতা প্রকট আকার ধারণ করেছে।

একই সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সরকারি স্কুলগুলোতে, যেখানে শিক্ষকরা ব্যাপক হারে ক্লাস ফাঁকি দিচ্ছেন।

গত অগাস্ট মাসে মধ্যপ্রদেশের এক সরকারি স্কুল শিক্ষিকাকে ছাঁটাই করা হয়। তার ২৪ বছরের চাকরি জীবনে তিনি ২৩ বছরই ছুটিতে ছিলেন।–বিবিসি।