মহর্ষি মনোমোহনের জন্মোৎসবে সম্প্রীতির বাংলাদেশ গড়ার শপথ

SHARE

এ উপমহাদেশের প্রখ্যাত মরমি সঙ্গীত মলয়া’র রচয়িতা, আধ্যাত্মিক সাধক কবি মহর্ষি মনোমোহনের ১৪২ তম জন্মোৎসবে সত্যিকার অর্থে একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার শপথ নেয়া হয়েছে।

শনিবার রাতে মহর্ষির জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামের আনন্দ আশ্রমের বিশাল মঞ্চে আয়োজিত জন্মোৎসব অনুষ্ঠানে এ শপথ নেয়া হয়।

আনন্দ আশ্রম কমিটির সভাপতি মহর্ষির দৌহিত্র ডা. বিল্মভূষণ দত্তের সভাপতিত্বে এতে ‘মহর্ষি মনোমোজনের জীবন ও সাধনা’ নিয়ে আলোচনা করেন মনোমোহন প্রেমী সাবেক সাংসদ (সরাইল) অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত সচিব নারায়ণ দেবনাথ, অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি এম এ হালিম, ইউএনও মোহাম্মদ মাসুম, ওসি রনোজিত রায়, বাংলা একাডেমিতে কর্মরত প্রাবন্ধিক মামুন সিদ্দিকী, লন্ডন প্রবাসি দয়াময়ভক্ত নাজমুল হাছান, কালের কণ্ঠের প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, জয়দেব বর্মণ, মাছরাঙা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য দেন মহর্ষির প্রপৌত্র স্বরূপ রতন দত্ত দয়ালমনি। বক্তারা বলেন, ‘মাত্র ৩২ বছরের স্বল্প আয়ুতে মহর্ষি মনোমোহন অসাম্প্রদায়িক চেতনার যে দর্শন রেখে গেছেন, সেটিকে সকলের হৃদয়ে ধারণ করে সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

পরে সারারাতব্যাপী মলয়া গানের আসরে বিশিষ্ট বাউল শিল্পী পাগল রফিক সরকার ও সাগর দেওয়ান সহ মলয়া শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
মহর্ষির এ জন্মোৎসবে ভারতসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দয়াময় ভক্ত নারী পুরুষ যোগ দেন।

এদিকে উৎসবকে ঘিরে মহর্ষি প্রেমিক রণদা প্রসাদ সাহার উদ্যোগে উৎসবে আগত গুণীজনদের নিয়ে উৎসব স্থলের এককোণে ব্যতিক্রমী এক আড্ডাও বসে।

এছাড়া, দুই দিনের এই উৎসবকে কেন্দ্র বিভিন্ন পশরা সাজিয়ে বিশাল এক মেলাও বসে।