ইস্তাম্বুলে জনপ্রিয় পর্যটন এলাকায় আত্মঘাতী বোমা হামলা

SHARE

istambolতুরস্কের ইস্তাম্বুলে ব্যাপক জনপ্রিয় সুলতানামেত পর্যটন এলাকায় একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। হামলাকারী একজন নারী নিজেও মারা গেছেন। আরো এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

সুলাতানামেত এলাকায় বিখ্যাত ব্লু মসজিদ ও হাগিয়া সোফিয়া যাদুঘরের পাশেই এই ঘটনা ঘটেছে। পুরাতাত্ত্বিক নিদর্শন দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক সেখানে যান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, হামলাকারী ওই নারী নিকাব পরিহিত ছিলেন। তিনি পুলিশ স্টেশনে আসেন এবং তার মানিব্যাগ হারিয়ে যাওয়ার কথা বলেন। এর পরপরই সে বিস্ফোরণ ঘটায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সেই নারীর শরীরে আরো দুটি বোমা অবিস্ফোরিত অবস্থায় ছিল। পরে সেগুলোকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অকার্যকর করে দেয়।

ঘটনার পর তুরস্কের টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ শাহিন বলেছেন, হামলাকারী সেই নারী ইংরেজিতে কথা বলছিলেন বলে তারা জানতে পেরেছেন।

হামলাকারীর পরিচয় বা এই ঘটনায় কোনো সংগঠন জড়িত কিনা তা এখনো জানা যায়নি।

এই নিয়ে এক সপ্তাহের মধ্যেই তুরস্কে দুইবার এমন হামলা হলো।