ফেনীতে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আটক ১

SHARE

feni map২০ দলের ডাকা অবরোধের প্রথম দিন মঙ্গলবার দুপুরে ফেনী শহরেরর এসএসকে সড়কে পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে অবরোধ সমর্থকরা। এ সময় সাব্বির নামের এক যুবককে আটক করা হয়।

পুলিশ জানায়, বেলা সাড়ে ১২ টার দিকে এসএসকে সড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান করেন ফাঁড়ির ইনচার্জ এস আই কামাল হোসেন। এ সময় সাব্বির হোসেন (১৮) নামের এক যুবক তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই যুবক রামপুর ভূঞা বাড়ি রোডের দিকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।

 

আটককৃত সাব্বির লক্ষ্মীপুর জেলার হেলাল উদ্দিনের ছেলে। শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই কামাল হোসেন তাকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, সাব্বির ভাড়াটে সন্ত্রাসী।

অপরদিকে দুপুর ১টার দিকে অবরোধের সমর্থনে এসএসকে সড়কে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

ছাত্রদল সভাপতি নঈম উল্লাহ চৌধুরী বরাত ও স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সাইদুর রহমান জুয়েল মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি সমবায় সুপার মার্কেটের সামনে থেকে শুরু হয়ে ইসলামপুর রোডের মাথায় গিয়ে শেষ হয়। এর আগে সকালে বিক্ষোভ করেছে শিবির কর্মীরা।