উইলিয়ামসন-ওয়াটলিংয়ের বিশ্বরেকর্ড

SHARE

williyamবিশ্বরেকর্ড গডলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও বিজে ওয়াটলিং৷মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (ওয়েলিংটন) ষষ্ট উইকেট পার্টনারশিপে ৩৬৫ রান তুলে নয়া নজির গড়লেন তারা৷

৪৩৮ বলে ২৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন উইলিয়ামসন৷গোটা ইনিংসং ১৮টি চারও হাঁকিয়েছেন তিনি৷উইলিয়ামসনের পাশাপাশি ওয়াটলিং ৩৩৩ বলে ১৪২ রানে নট আউট থাকেন৷ন’টি চার ও একটি ছয় এসেছে তার হাত থেকে৷নিউজিল্যান্ডের এই জোড়া ফলার সুবাদে পাঁচ উইকেট হারিয়ে ৫২৪ রানে ইনিংস ডিক্লেয়ার করে কিউয়িরা৷শ্রীলঙ্কার সামনে ৩৯০ রানের টার্গেট খাড়া করেছে নিউজিল্যান্ড৷চতুর্থ দিনের শেষে এক উইকেট হারিয়ে ৪৫ রান তুলেছে শ্রীলঙ্কা৷ ১৭ রানে প্যাভিলিয়নে ফিরে গেছেন দলের ওপেনার দিমুথ করুনারত্নে৷ক্রিজে অপরাজিত রয়েছেন কৌশল সিলভা (২০) ও ধামিকা প্রসাদ (১)৷উইলিয়ামসন প্রায় ১০ ঘণ্টার উপর ক্রিজে সময় কাটিয়েছেন৷২৪ বছর বয়সি উইলিয়ামসন এই নিয়ে টেস্টে ন’নম্বর সেঞ্চুরি করলেন৷পাশাপাশি সপ্তম সর্বোচ্চ নিউজিল্যান্ডার রান সংগ্রাহক হয়ে গেলেন তিনি৷গত বছরই ভারতের বিরুদ্ধে এই মাঠেই ওয়াটলিং ও ব্রেন্ডন ম্যাককালাম ষষ্ট উইকেট পার্টনারশিপে ৩৫২ রান করেছিলেন৷সেই রেকর্ডই ভাঙলেন ওয়াটলিং ও উইলিয়ামসন৷