বগুড়ায় ১৪৪ ধারা জারি

SHARE

আগামী ৫ জানুয়ারি বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে সমাবেশ ডাকায় সহিংসতা এড়াতে আলতাফুন্নেছা খেলার মাঠ ও আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।image_112684_0

রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

বগুড়ার অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট এর দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম শনিবার রাত পৌনে ১০টায় এ সংক্রান্ত নির্দেশনাপত্র জারি করেন। তিনি ১৪৪ ধারা জারি করার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫ জানুয়ারি আওয়ামী লীগ ও বিএনপি শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ আহ্বান করায় পুলিশ প্রশাসন সেখানে সহিংসতার আশঙ্কা করে প্রতিবেদন দেয়ায় ১৪৪ ধারা জারি করে সেখানে সবধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।