অস্ট্রেলিয়াতেই আছেন ধোনি: রবি শাস্ত্রী

SHARE

সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবটের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়। প্রধানমন্ত্রীর সাথে ছবিও তুলেছেন খেলোয়াড়রা। তবে সেই ছবিতে ছিলেন না সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো মহেন্দ্র সিং ধোনি। তাই চাউর হয়েছে, দেশে ফিরে গেছেন ধোনি। তবে ধোনির ব্যাপারে নিশ্চিত তথ্য দিয়েছেন শাস্ত্রী, বর্তমানে দলের সাথে নেই ধোনি। তবে অস্ট্রেলিয়াতেই আছেন তিনি।’image_112519_0

অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন ম্যাচের পর-পরই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাই চতুর্থ টেস্টের আগে দলের সাথে তার না থাকাটাই স্বাভাবিক। এজন্য দলের সদস্যদের থেকে আলাদাই রয়েছেন ধোনি। তাই সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের আগে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবটের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়। সেখানে দীর্ঘক্ষণ থাকার পাশাপাশি ছবিও তুলেছেন খেলোয়াড়রা। তবে সেই ছবিতে ছিলেন না ধোনি। তাই সুর উঠেছে, মেলবোর্ন টেস্টের পরই দেশে ফিরে গেছেন ধোনি।

তবে সমালোচকদের সব শংকাকে উড়িয়ে দিতে আসল তথ্যটা জানালেন দলের ডাইরেক্টর রবি শাস্ত্রী, বর্তমানে দলের সাথে নেই ধোনি। তবে অস্ট্রেলিয়াতেই আছেন তিনি। সে চাইলে সিডনি টেস্টেও দলের সাথে থাকতে পারেন। সিডনি টেস্টে ধোনির পরিবর্তে খেলবেন ঋদ্ধিমান সাহা। তবে কোনো সমস্যা হলে ঋদ্ধির পরিবর্তে সিডনিতে গ্লাভস হাতে মাঠে নামতে পারেন ধোনি।’

আগামী ৬ জানুয়ারি থেকে সিডনিতে শুরু হবে সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। প্রথম দুই টেস্ট জিতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। আর তৃতীয় ম্যাচ ড্র হওয়ায় সিরিজ জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। সূত্র: ওয়েবসাইট