বিশ্ব গণমাধ্যমে নুসরাত হত্যা মামলার রায়

SHARE

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রায় ঘোষণা করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। রায়ে আপিলের জন্য এক সপ্তাহ সময় দিয়েছেন আদালত।

রায় ঘোষণার পরপরই বিষয়টি শিরোনাম হয়ে উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমে। বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সংবাদমাধ্যম প্রচার করা হচ্ছে এই খবর। ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভি লেখে, ‘16 Sentenced To Death In Bangladesh For Burning 19-Year-Old Woman Alive’, ‘১৯ বছরের নারীকে জীবন্ত পুড়িয়ে মারায় বাংলাদেশে ১৬ জনের মৃত্যুদণ্ড’।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের শিরোনাম করছে ‘16 sentenced to death in Nusrat Jahan Rafi’s murder’, ‘নুসরাত জাহান রাফি হত্যায় ১৬ জনের মৃত্যুদণ্ড’।

নুসরাত হত্যা মামলার রায় ঘোষণার পরপরই ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের অনলাইন সংস্করণে প্রধান শিরোনাম করে এই সংবাদটিকে। তারা ‘Nusrat Jahan Rafi: Death penalty for 16 who set student on fire’, ‘নুসরাত জাহান রাফি: ১৬ জনের মৃত্যুদণ্ড, যারা এই ছাত্রীকে আগুন দিয়েছিলেন’ শিরোনামে লিড নিউজ করেছে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ লেখে, ‘Bangladesh to charge 16 with murder of woman, 19, burned to death’ অর্থাৎ ‘১৯ বছরের নারীকে পুড়িয়ে মারার দায়ে বাংলাদেশে ১৬ জনের দণ্ড’।

নুসরাত হত্যাকাণ্ডের রায়ের খবর প্রকাশিত হয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরাতেও। তাদের শিরোনামে এসেছে ‘Bangladesh sentences 16 to death over Nusrat Jahan Rafi murder’ অর্থাৎ ‘বাংলাদেশে নুসরাত জাহান রাফি হত্যায় ১৬ জনের মৃত্যুদণ্ড’।