সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামোর সুপারিশ

SHARE

সর্বোচ্চ ৮০ হাজার টাকা ও সর্বনিম্ন আট হাজার ২০০ টাকা নির্ধারণ করে সশস্ত্র বাহিনীর বেতন-ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।image_112362_0

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে বেতন কমিটির (পে-কমিটি) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর পে-কমিটির রিপোর্ট জমা দেন।রিপোর্টে সর্বনিম্ন বেতন আট হাজার ২০০ টাকা ও সর্বোচ্চ বেতন ৮০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেলের বেতন ৮৮ হাজার টাকা এবং সশস্ত্র বাহিনীর প্রধানের বেতন এক লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে।