সুস্থ হয়ে উঠছেন ডি মারিয়া

SHARE

ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন আর্জেন্টিনা ও ম্যান ইউ’র তারকা মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। শুক্রবার নিউ ক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন তিনি। এবার পেলভিকের সমস্যায় পড়েছেন ডি মারিয়া। এখন বেশ ভালো অনুভব করছেন জানিয়ে তিনি বলেন, ‘আগের চেয়ে এখন ভালো অনুভব করছি। আশা করছি দ্রুতই মাঠে ফিরতে পারবো।’image_112087_0

হ্যামস্টিং ইনজুরি থেকে সুস্থ হয়ে গত ২০ ডিসেম্বর অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে খেলেছিলেন ডি মারিয়া। তবে গত শুক্রবার নিউ ক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলন করতে নেমে আবারো ইনজুরির শিকার হন তিনি। এবার পেলভিকের ইনজুরিতে পড়েছেন মারিয়া। এই চোটের পর চিকিৎসকরা তাকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দেন।বিশ্রামে থাকার পর বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছেন ডি মারিয়া। এ ব্যাপারে তিনি বলেন, ‘এই ইনজুরির সাথে পায়ের কোন সম্পর্ক নেই। এটি পেলভিক ইনজুরি। তবে এখন আগের চেয়ে ভালো অনুভব করছি। আশা করছি দ্রুতই মাঠে ফিরতে পারবো। চিকিৎসকরা আমাকে ভালোভাবেই পর্যবেক্ষণ করছেন।’

আগামী বৃহস্পতিবার স্টোক সিটির বিপক্ষে ম্যাচ রয়েছে ম্যান ইউ’র। ঐ ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে মারিয়ার। তবে সবকিছু নির্ভর করবে তার সুস্থতার উপর।

চলতি মৌসুমে ম্যান ইউ’র হয়ে ১২ ম্যাচ খেলে তিনি গোল করেছেন মাত্র ৩টি। সূত্র: ওয়েবসাইট