সাংবাদিক লুলু ছিলেন একজন আদর্শবান মানুষ

SHARE

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বি মিয়া বলেছেন, “বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাংলাদেশ বেতারের বাগেরহাট প্রতিনিধি ও খানজাহান আলী কলেজের অধ্যক্ষ, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, বাগেরহাট ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মরহুম মীর জুলফিকার আলী লুলু ছিলেন সত্যিকারের একজন আদর্শবান মানুষ। জুলফিকার আলী লুলুর মতো  ভালো  মানসিকতা সম্পন্ন লোকের শত্রু থাকতে পারে তা ভাবতে পারি না। তাকে অন্যায়ভাবে খানজাহান আলী ডিগ্রি কলেজ থেকে অপসারণ করা হয়েছিল তা জেনে আমি ক্ষোভ ও নিন্দা জানাই।”image_111558_0

বাগেরহাট ফাউন্ডেশন আয়োজিত নাগরির শোক-সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অসময়ে পরপারে চলে যাওয়া লুলু পত্নীর উদ্দেশ্যে ডেপুটি স্পিকার বলেন, “আপনাকে সাহসিকতার সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। লুলুর আদর্শ ও প্রেরণায় আপনি আপনার অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে যাবেন।”

এ সময় মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

বাগেরহাটের জেলা প্রশাসক মু: শুকুর আলীর সভাপতিত্বে নাগরিক শোক -সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাঃ মোঃ মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হ্যাপি বড়াল, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ রফিকুল ইসলাম, বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাটে অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিসি কলেজের সাবেক অধ্যক্ষ সুকন্ঠ কুমার মণ্ডল, বাগেরহাট প্রেস ক্লাবের সভপতি বাবুল সরদার, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তানুজী নাগ, বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক এমদাদুল হক প্রমুখ।