বাংলাদেশের র‍্যাংকিং নিয়ে গড়মিল

SHARE

ক্রিকইনফোর র‍্যাংকিংয়ে সপ্তম, কিন্তু আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অষ্টম!

গতকাল ১৪ জুন প্রকাশিত হয়েছে ওয়ানডে ক্রিকেটের নতুন র‍্যাংকিং। সেখানে অন্য সব দলের অবস্থান ও রেটিং পয়েন্ট ঠিকঠাক থাকলেও গড়মিল লেগেছে বাংলাদেশের বেলায়। আইসিসি প্রকাশিত র‍্যাংকিংয়ে যেখানে ৮৫ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ পিছিয়ে আটে নেমে এসেছে বাংলাদেশ দল, সেখানে ক্রিকইনফোর প্রকাশিত র‍্যাংকিংয়ে সমান সংখ্যক ম্যাচ খেলেই ৯১ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতই সপ্তম অবস্থানে আছে টাইগাররা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা কথাবার্তা।

আইসিসির গতকাল প্রকাশিত র‍্যাংকিংয়ে দেখা যাচ্ছে, বাংলাদেশ ৩৮ ম্যাচ খেলে সর্বমোট ৩২২৫ পয়েন্ট সংগ্রহ করেছে, যাতে রেটিং পয়েন্ট দাঁড়ায় ৮৫। আইসিসির হিসাবে উইন্ডিজ ৪১ ম্যাচে সর্বমোট ৩৫২৯ পয়েন্ট সংগ্রহ করেছে, যাতে তাদের রেটিং পয়েন্ট দাঁড়ায় ৮৬। এতেই আইসিসির র‍্যাংকিংয়ে বাংলাদেশকে টপকে সাত নম্বর অবস্থানে চলে আসে উইন্ডিজ।

অপরদিকে গতকাল ক্রিকইনফোর প্রকাশিত র‍্যাংকিংয়ে দেখা যায়, বাংলাদেশ ৩৮ ম্যাচ খেলে সর্বমোট ৩৪৫৬ পয়েন্ট পেয়েছে, যাতে টাইগারদের রেটিং পয়েন্ট ৯১। এতে তাদের সপ্তম অবস্থান পাকাপোক্ত হয়েছে। এ ছাড়াও ক্রিকইনফোর হিসাবে উইন্ডিজ ৪২ ম্যাচ খেলে সর্বমোট ৩২৯৪ পয়েন্ট সংগ্রহ করে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে আট নম্বর অবস্থানে রয়েছে।

বাংলাদেশ ও উইন্ডিজ ছাড়া ইংল্যান্ডের রেটিং পয়েন্টে কিছুটা তারতম্য রয়েছে, তবে তারা শীর্ষস্থান ধরে রেখেছে দুই জায়গাতেই। পরবর্তী অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত (১২২ রেটিং), নিউজিল্যান্ড (১১৪ রেটিং), দক্ষিণ আফ্রিকা (১১১ রেটিং), অস্ট্রেলিয়া (১০৯ রেটিং), পাকিস্তান (৯৩ রেটিং)।

ক্রিকেট সমর্থকরা কোন র‍্যাংকিং বিশ্বাস করবে সেটা এখন বলা কঠিনই!