জুলিয়ান অ্যাসাঞ্জের ৫০ সপ্তাহের কারাদণ্ড

SHARE

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জকে ৫০ সপ্তাহ কারাদণ্ডের সাজা দিয়েছে লন্ডনের একটি আদালত। জামিনের শর্ত না মেনে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ঢুকে পড়ায় তার বিরুদ্ধে এই সাজা দেওয়া হয়েছে।

অ্যাসাঞ্জ ২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে ছিলেন। গত ১১ এপ্রিল সেখান থেকে তাঁকে বের করে আনা হয়। সুইডেনে শ্লীলতাহানির মামলায় অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করতে তৎপর ছিল লন্ডন পুলিশ।

রায় দেওয়ার সময় বিচারক বলেন, আইনের হাত থেকে বাঁচতে জুলিয়ান অ্যাসাঞ্জ নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন।

বিচারক যখন কথা বলছিলেন তখন অ্যাসাঞ্জের সমর্থকরা চিত্কার করে প্রতিবাদ জানান।

২০১০ সালে সুইডেনের দুই নারী অ্যাসাঞ্জের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন। তবে এই অভিযোগ অস্বীকার করেন অ্যাসাঞ্জ।