কে এই বেঙ্গলি, বাংলাদেশ-ভারতে আইএস হামলার দায়িত্ব পেয়েছে? কথিত পোস্টারে?

SHARE

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ভারত ও বাংলাদেশে হামলার সরাসরি হুমকি দিয়েছে বলে জানা গেছে। একইসাথে ‘বাংলা’য় হামলার জন্য নতুন দায়িত্বপ্রাপ্ত আবু মহম্মদ আল-বেঙ্গলি নামে এক ব্যক্তির নামও ঘোষণা করেছে জঙ্গিগোষ্ঠীটি।

এই ব্যক্তি ‘বেঙ্গল’-এ (বাংলাদেশ ও পশ্চিমবাংলা) আইএস-এর সমর্থনপুষ্ট জঙ্গীগোষ্ঠীর আমির বলে জানা গেছে।

সম্প্রতি বাংলাদেশের ঢাকায় একটি সিনেমা হলের কাছে একটি ছোট বিস্ফোরণ ঘটেছে। আর এই ঘটনার পরদিনই এই হুমকি দিল আইএস।

সোমবার সন্ধ্যা ৭.৩০টা নাগাদ ঢাকার গুলিস্তান সিনেমা হলের সামনে ছোট একটি বিস্ফোরণ হয়। এতে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে কয়েকজন পুলিশকর্মী আহত হন।

এদিকে, বাংলা, ইংরেজি ও হিন্দিতে একটি পোস্টার প্রকাশ করেছে আইএস। এতে বলা হয়েছে, ‘বাংলা ও হিন্দে খিলাফতের সৈনিকদের চুপ করিয়ে দিয়েছেন বলে যদি আপনারা মনে করেন তবে শুনুন, আমাদের কখনও চুপ করিয়ে দেওয়া যায় না। বদলা নেওয়ার তৃষ্ণা কখনও মোছার নয়।’

মঙ্গলবার ভোরে আইএসের মুখপাত্র অমাকের বিবৃতিতে ভারত ও বাংলাদেশকে হামলার হুমকি দেওয়া হয়েছে। আইএস প্রধান বাগদাদির ভাষণসহ এই হুমকি বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কয়েক দিন আগে আরও একটি বাংলায় লেখা পোস্টারে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আইএসকে সমর্থনকারী একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি পোস্টারে বাংলা হরফে লেখা ছিল, ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ…।