লাইসেন্স টু কিল’ পেলেন সৌম্য-লিটন

SHARE

বিশ্বকাপে দুই তরুণ হার্ডহিটার সৌম্য সরকার এবং লিটন দাসকে ইচ্ছেমতো শট খেলার অনুমতি দেওয়া হয়েছে। ইনিংসের শুরু থেকেই ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের ছিন্নভিন্ন করে দেওয়াই হবে তাদের আসল কাজ। অপর প্রান্তে দেশসেরা ওপেনার তামিম ইকবালের দায়িত্ব ইনিংস গড়া। আজ সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, একই সঙ্গে দুই সতীর্থদের ব্যাটে ধারাবাহিকতাও দেখতে চায় দল।

গত পাঁচ বছর আগেও শুরু থেকেই মারমার কাটকাট ব্যাটিং করতেন তামিম ইকবাল। সময়ের সঙ্গে সঙ্গে তার ভূমিকায় এসেছে পরিবর্তন। সিনিয়র হিসেবে তামিমের ওপর এখন অনেক দায়িত্ব। সেটা তিনি নিষ্ঠার সঙ্গে পালন করে হয়েছেন দেশের সেরা ব্যাটসম্যান। ম্যাশ বলেন, ‘আপনারা দেখেছেন তামিমকে আমরা দায়িত্ব দিয়েছি লম্বা সময় ব্যাট করার। ও লম্বা সময় ব্যাট করলে আমাদের রানটা বড় হয়। ও একশ করলে আমাদের রান তিনশর কাছে যায়, তিনশও হয়েছে। দলের জন্য তামিম তার খেলার ধরন পাল্টেছে। তামিম এখন মনোযোগ দেয় ৪০ ওভার ব্যাট করার দিকে। ৫০ ওভার খেলার কথাও বলি কখনো কখনো।’

তামিম যখন একপ্রান্ত ধরে রাখবেন, তখন স্বাভাবিকভাবেই অন্যপ্রান্তে ঝড় তুলতে হবে। তামিমের ওপেনিং সঙ্গী লিটন হোক বা সৌম্য, তাকে ‘লাইসেন্স টু কিল’ দিয়ে দিলেন মাশরাফি, ‘তামিমকে যখন এই ভূমিকা দিচ্ছি তখন লিটন বা সৌম্যকে ওই স্বাধীনতা দিতে হয় যেন শটস খেলতে পারে। নিউজিল্যান্ডে লিটন ৩ ম্যাচেই মারতে গিয়ে আউট হয়েছে। সমালোচনা হয়েছে কিন্তু আমাদের দিক থেকে ওর ওপর কোনো চাপ ছিল না। কারণ চেয়েছিলাম, ওরা ফ্রি ক্রিকেট খেলুক।’

এই দুই হার্ডহিটারকে নিয়ে জাতীয় দলের অনেক আশা। তবে সমস্যা তাদের ধারাবাহিকতায়। নিউ জিল্যান্ডে সবশেষ সিরিজে লিটন ৩ ওয়ানডেতেই ফিরেন ১ রান করে। তবে ডিপিএলে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরি করে স্বরূপে ফিরেছেন সৌম্য। তাই ব্যাট হাতে এই দুজনকে ধারাবাহিক হতে বললেন অধিনায়ক, ‘স্বাধীনতা আছে মানে এই না যে, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে গিয়ে আউট হবে। শেবাগ বা গিলক্রিস্টের মতো কে মারত? কিন্তু ওদের ধারাবাহিকতা ছিল। লিটন, সৌম্যদের এর সঙ্গে মানিয়ে নিতে হবে। ওরা যদি পারফর্ম করতে পারে তাহলে দলের জন্য ভালো হবে।’