ব্লুবনেট চ্যালেঞ্জে মেতেছে টেক্সাস পুলিশ

SHARE

যুক্তরাষ্ট্রের টেক্সাসের পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন এক ধরনের ‘খেলা’ শুরু করেছে। হ্যাশ ট্যাগ ব্যাকদ্যব্লুবনেট এ পুলিশ কর্মকর্তারা নানা ঢঙের ছবি পোস্ট করছেন। তবে ছবিতে অবশ্যই নীল রঙের বিশেষ ওই ফুল থাকা বাঞ্ছনীয়।

পুলিশ কর্মকর্তাদের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, ফুরফুরে মেজাজে তারা বিভিন্ন ভঙ্গিমায় রয়েছেন। সচরাচর পুলিশ কর্মকর্তাদের ওই রকম বেশে দেখা যায় না। এমনকি তাদের দাঁড়ানোর ভঙ্গিও যে কারো হাসির উদ্রেক করবে।

টেক্সাস পুলিশের পোস্ট করা ওইসব ছবিতে কখনো কখনো জুড়ে দেওয়া হচ্ছে শিক্ষণীয় বার্তা। ছবি তোলার সময় কীভাবে নিরাপদ থাকা যায়, সে ব্যাপারে সচেতনতামূলক তথ্যও রয়েছে কিছু ছবির সঙ্গে।

আবার কোনো ছবির ক্যাপশনে লেখা রয়েছে, আমরা কেবল আইন প্রয়োগ করি না, আমরা আমাদের সম্প্রদায়ের মানুষদের সত্যিই সহায়তা করতে চাই। এক ছবির নিচে লেখা রয়েছে, কখনো কখনো আমরা কাজ করতে করতে এভাবেই ঘুমিয়ে যাই।