যশোরে ছাত্রলীগের হামলায় যুবলীগ কর্মীর মৃত্যু, প্রতিবাদে অগ্নিসংযোগ

SHARE

jashorযশোরের শার্শায় ছাত্রলীগের হামলায় আহত যুবলীগ কর্মীর মারা যাওয়ার পর উপজেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ করেছে যুবলীগ। নিহত ওই যুবলীগ কর্মীর নাম মো: তোজাম (৩৫)।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহিম সরদারের বাড়ি ভাঙচুর করে ও পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় যশোর-বেনাপোল ও যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ করা হয়।

শার্শা থানার ওসি শাহিদার রহমান জানান, ৪ ডিসেম্বর এক মহিলার কাছ থেকে মোবাইল ছিনতায়ের ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাত ১১ টার দিকে নাভারণ কামারবাড়ি মোড়ে এক শালিস বৈঠক হয়। সেখানে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় যুবলীগের তোজাম ও আহসান অস্ত্রের আঘাতে আহত হয়।

আহতদেরকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তোজামের অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে রবিবার রাতে তিনি মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে যুবলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ছাত্রলীগ নেতা আবদুর রহিমের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।