পোশাক শিল্পের নতুন নতুন বাজার সৃষ্টির তাগিদ প্রধানমন্ত্রীর

SHARE

hasina bপোশাক শিল্পের নতুন নতুন বাজার সৃষ্টির তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজিএমইএ-এর উদ্যোগে ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন।

প্রধানমন্ত্রী দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের ব্যাপারে পোশাক শিল্পের শ্রমিক ও মালিক পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কেউ যাতে অস্থিরতা তৈরি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকতে হ্‌েব।

তিনি বলেন, নিরাপদ ও টেকসই কর্ম পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

প্রসঙ্গত, পোশাক খাতের বাজারকে ২০২১ সালের মধ্যে ৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছানোর জন্য সরকার, বেসরকারি খাত, দাতা সংস্থা, ব্যাংক ও শ্রমিক সংগঠনের সমন্বয়ে একটি টেকসই উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যে এ সামিটের আয়োজন করা হয়েছে।