লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর

SHARE

latifধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় বহিষ্কৃত মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। অভিযোগ গঠনের বিষয়ে আগামী ১৫ মার্চ শুনানির দিন ধার্য করা হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এই আদেশ দেন।

এর আগে সকালে ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে আব্দুল লতিফ সিদ্দিকীর পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতিষময় বড়ুয়া এই জামিনের আবেদন করেন। তিনি অভিযোগ গঠনের শুনানির বিষয়ে ২ মাস সময়ের আবেদন জানান।

প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে টাঙ্গাইল সমিতির মতবিনিময় সভায় লতিফ সিদ্দিকী পবিত্র হজ নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। সংবাদ মাধ্যমে তার মন্তব্য প্রকাশিত হওয়ার পর সারাদেশ ব্যাপক বিতর্কের জন্ম দেয়।

পরে সারাদেশে একাধিক মামলা রজু করা হয়। এ ঘটনায় এড. আবেদ রেজা ২ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন। সেই মামলায়ই তাকে কারাগারে পাঠানো হয়।