এবার রাজশাহীতে সুড়ঙ্গ করে ব্যাংক ডাকাতির চেষ্টা

SHARE

রাজশাহী নগরীতে সোনালী ব্যাংক কোর্ট শাখায় সুড়ঙ্গ করে ডাকাতির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এক পথচারী দেখে ফেলায় সুড়ঙ্গ তৈরির সরঞ্জাম ফেলে পালিয়ে যায় তারা।image_109062_0

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষর্শীরা জানায়।

পুলিশ ঘটনাস্থল থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজে ব্যবহৃত খুনতি, বেলচা, দা, ছেনি, শাবল, হাতুড়ি, করাতসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের উপ কমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরীসহ ব্যাংকের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। র‌্যাবও যায় সেখানে। দুর্বৃত্তদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, এ বছরের শুরুতে কিশোরগঞ্জে সোনালী ব্যাংকে সুড়ঙ্গ কেটে ১৬ কোটি টাকা লুট হয়। এরপর মার্চ মাসে বগুড়ার আদমদীঘিতে একইভাবে সুড়ঙ্গ কেটে লুট হয় রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকটির ৩০ লাখ টাকা। তারপর গত সেপ্টেম্বরে জয়পুরহাটে ব্র্যাক ব্যাংকের দেয়াল ভেঙে চুরি যায় প্রায় দুই কোটি টাকা।