সাগর-রুনি হত্যা মামলার আসামি তানভীরের জামিন

SHARE

সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলায় গ্রেফতার দেখানো আসামির তানভীর রহমানের জামিন দিয়েছেন হাইকোর্ট।

এক আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নুরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।image_108679_0

আদালতে তানভীরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ। তিনি জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তানভীরের জন্য আদালতে শুনানি করেছেন।

এর আগে গতকাল সোমবার তিনি একই তানভীরের পক্ষে শুনানি করেন। সে সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

এর আগে তানভীরের জামিনের জন্য হাইকোর্টে এই আইনজীবী পাঁচ বার জামিন আবেদন করেন। ছয়বারের বেলায় তার জামিন মেলে। এর আগে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান তানভীরের জন্য আদালতে এসেছিলেন।

তানভীরের আইনজীবী অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ বলেন, আদালত তানভীরের জামিন মঞ্জুর করেছেন এবং রুলও দিয়েছেন। তবে কতদিনের জামিন দিয়েছেন আদালত তা আইনজীবী বলতে পারেননি। আদালতের আদেশের কপি প্রকাশ হলে জানা যাবে কত দিনের জামিন দেয়া হয়েছে।

তিনি বলেন, তানভীর সাগর-রুনি হত্যা মামলার একজন গ্রেফতার দেখানো আসামি। এ হত্যাকাণ্ডের সঙ্গে তানভীরের কোনো সংশ্লিষ্টতা নেই।

তিনি আরো বলেন, তানভীরকে সাগর-রুনি হত্যা মামলার সংশ্লিষ্টতা না থাকার পরেও বিনা কারণে কারাগারে আটক করে রাখা হয়েছে।

উল্লেখ্য, মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের ডাক্তার নারায়ণচন্দ্র হত্যা মামলার আসামি তানভীর। সাগর-রুনি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।