নোয়াখালীতে গ্যাস-বিদ্যুতের দাম না বাড়াতে বিক্ষোভ

SHARE

নোয়াখালীতে গ্যাস-বিদ্যুদের মূল্য বৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে বাসদ (মার্কসবাদী) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।image_108696_0

মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা শহরের মাইজদীর ঢাউন হল মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বাসদ নোয়াখালী জেলা আহ্বায়ক অধ্যাপক মতিনুদ্দীন আহমদের সভাপতিত্বে বক্তব্য দেন, তেল, গ্যাস, বিদ্যু, বন্দর রক্ষা জাতীয় কমিটির নোয়াখালী জেলা আহ্বায়ক আনম জাহের উদ্দীন, বাসদের সদস্য সচিব দলিলুর রহমান দুলাল, সদস্য মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, নোয়াখালী জেলা ছাত্র ফ্রন্ট সভাপতি বিটুল তালুকদার ও সম্পাদক মোবারক হোসেন।

মানববন্ধনে বক্তারা, সরকার বিগত কয়েকমাস যাবৎ থেকে বিভিন্ন ভাবে উদ্যোগ নিচ্ছে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধি করার জন্য। এটা বাস্তবায়ন হলে দ্রব্য মূল্য, গণপরিবহনসহ গ্যাস ও জ্বালানিনির্ভর সব ক্ষেত্রে জনজীবনে প্রভাব পড়বে।

সরকারে এই সিদ্ধান্তের প্রতিবাদে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তুলতে জনগণের প্রতি অনুরোধ জানান বক্তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।