ইমারত হোসেন ইমুর শর্টফিল্ম “বোনের জন্য বিরিয়ানি”

SHARE


সাম্প্রতিক সময়ে ইউটিউবে সস্তা ও বাণিজ্যিক ভিডিওর যখন রমরমা ভিউ, ঠিক তখনি সুস্থ ধারার শর্ট ফিল্ম “বোনের জন্য বিরিয়ানি” দারুন ভাবে সাড়া ফেলেছে | ইউটিউবের জনপ্রিয় চ্যানেল ধ্রুব তারা (Dhrubo Tara ) তে এই শর্ট ফিল্মটি কিছুদিন আগে মুক্তি পায়, যার পরিচালক ছিলেন ইমারত হোসেন ইমু, খুব অল্প সময়ে ৫ লক্ষ দর্শক এই শর্ট ফিল্মটি দেখেছেন | পথশিশুদের নিয়ে নির্মিত শর্টফিল্মটিতে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন শিশুশিল্পী সারিকা ও রাফি, দর্শকদের কাছে মনেই হবে না যে তারা দুইজন পথশিশু নন | মূলতঃ পথশিশুদের বেড়ে উঠা, তাদের জীবন যাপন ও বিভিন্ন ভয়ংকর কাজে ব্যবহার করাই এই গল্পের মূল বিষয় | পরিচালক ইমু বলেন ” সস্তা বিনোদনে হয়তো অনেকে রাতারাতি জনপ্রিয়তা পেলেও, অল্প সময়ে মানুষ ভুলে যায়, কিন্তু আমার এই শর্ট ফিল্মটি মানুষ অনেকদিন মনে রাখবে কারণ শর্ট ফিল্মটিতে এমন কিছু অদেখা বিষয় আছে যা আপনাদের চোখে পানি আনবে” | শর্ট ফিল্মটি দেখতে ভিজিট করুন https://www.youtube.com/c/DhruboTarabd