১৪৬ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

SHARE

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৪৬ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে মিয়ানমারে হামলার পর রোহিঙ্গারা সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করে। শুক্রবার ভোরে উপজেলার বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢোকার সময় ১৪৬ জনকে আটক করা হয়। পরে তাদের মানবিক সহযোগিতা দিয়ে দেশে ফেরত পাঠানো হয়।

বৃহস্পতিবার মিয়ানমার সেনারা রোহিঙ্গাদের ২০টি গ্রামে হামলা চালায় ও ঘর-বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এদিকে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজার সীমান্তের ক্যাম্পগুলোতে সৈন্য সংখ্যা বাড়িয়ে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।