টিকেট না পেয়ে দুশ্চিন্তায় হাজীরা

SHARE

নিজস্ব প্রতিবেদক:

এবছর হজ্বে যাওয়ার জন্য বাকি আছে আর মাত্র তিন দিন। এখনও টিকেট না পেয়ে হজ্বে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন অনেকেই। গত ৪ দিন ধরে টাঙ্গাইলের ৪৩ জন অপেক্ষা করছেন আশকোনা হজ্ব ক্যাম্পে।

মদীনা ট্রাভেলসের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র ও টাকা জমা দিলেও এখনও টিকেট হাতে না পেয়ে উদ্বিগ্ন তাঁরা। রাজশাহীর ১৩ জনের অবস্থাও একইরকম। গোল্ডেন ট্রাভেলসকে গত বছরই চাহিদামাফিক টাকা দেওয়ার পরও, এ বছর ওই এজেন্সি বাড়তি টাকা দাবি করছে বলে অভিযোগ তাঁদের।

শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ৩ হাজার ১৫২ আর সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ২ হাজার ৫১ জন হজ্বের উদ্দেশ্যে যাত্রা করেছেন। ভিসা পেলেও, ১৫ হাজার ৬৪৪ জনের সবাই যে আগামী ২৮ আগস্টের মধ্যে যেতে পারবেন তা নয়, কারণ টিকেটের অনিশ্চয়তা।