কাল সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড

SHARE

স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচের মধ্যদিয়ে ইংল্যান্ডে প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। বার্মিংহামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচ।

ক্রিকেটে প্রায় সব প্রথমের সাথেই জড়িয়ে আছে ইংল্যান্ডের নাম। ১৮৭৬ সালে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটের যাত্রা শুরু। ওয়ানডে ক্রিকেটও শুরু সেই অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচ দিয়ে।

কিন্তু দিবারাত্রির টেস্ট ক্রিকেটের সঙ্গে অস্ট্রেলিয়ার নাম জড়িয়ে থাকলেও এক্ষেত্রে বাদ পড়ে ইংল্যান্ড। ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে হয় প্রথম দিবারাত্রির টেস্ট। দুই বছর পর এবার সেই দিবারাত্রির টেস্টে প্রবেশ করছে ক্রিকেটের জনক ইংল্যান্ড। নিজেদের মাঠে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

এক্ষেত্রে অবশ্য ইংল্যান্ডের চেয়ে কিছুটা এগিয়ে ক্যারিবীয়রা। গত বছর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে গোলাপি বলে টেস্টে খেলার অভিজ্ঞতা হয়েছে তাদের।
এছাড়া পাশাপাশি পরিসংখ্যানেও এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত ১৫১ ম্যাচে ৫৪ জয়ের বিপরীতে তাদের পরাজয় ৪৬ ম্যাচে।

তবে সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে অনেকটা এগিয়ে ইংল্যান্ড। নিজেদের মাঠে খেলা বলে মানসিকভাবেও এগিয়ে থাকবে ইংলিশরা। তবে সবকিছু ছাপিয়ে সবার দৃষ্টি থাকবে ক্রিকেটের জন্মভূমিতে গোলাপি বলে স্টেস্টে যাত্রাটা কেমন হয়।