মিডিয়াতে রানা মিয়ার পথ চলা

SHARE

ছোটবেলা থেকে যে স্বপ্ন বুকের কোণে লালন করছেন রানা মিয়া। সেই স্বপ্ন আজ মেলেছে ডানা। মেঘনার মোহনায় ডাকাতিয়ার বুকে চাঁদপুর জেলার উত্তর মতলবে রানা মিয়ার বেড়ে উঠা। নদীর ঢেউয়ের ছন্দ, তাল ও সুরের সাথে নিজেও বাজাতেন বাদ্যযন্ত্র। যার ফলে বন্ধু মহলে ঈর্ষণীয় জনপ্রিয় হয়ে উঠেন রানা মিয়া।

তিনি এখন শুধু বন্ধু মহলে নয়, দেশব্যাপী বাদ্যযন্ত্র শিল্পী হিসাবে জনপ্রিয়। তিনি ড্রামস, প্যাড ও রিদমিস্ট হিসাবে দক্ষতার পরিচয় দিচ্ছেন বিভিন্ন রেকর্ডিং স্টুডিও এবং স্টেজ প্রোগ্রামে।

নিজ গুণে রিদমিস্ট হিসাবে দেশের সীমানা ফেরিয়ে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফরম করেন।

রানা মিয়া বিখ্যাত ব্যান্ড দল অরবিটের নিয়মিত বাদ্যযন্ত্র শিল্পী। তিনি দেশ বরেণ্য বহু শিল্পীর এ্যালবামে কাজ করে কৃতীত্বের পরিচয় প্রদান করেন।

বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশনের ফিউশনধর্মী অনুষ্ঠান ‘বাংলা স্টুডিও’র নিয়মিত বাদ্যযন্ত্র শিল্পী।

দর্শক-শ্রোতাদের ভালবাসায় সিক্ত হওয়া রানা মিয়া এই প্রতিবেদককে বলেন, অসংখ্য দর্শক-শ্রোতাদের করতালি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।