স্পন্সরের অভাবে গিটার বিক্রি করে দিচ্ছেন আইয়ুব বাচ্চু

SHARE

স্বপ্ন বাস্তবায়নের জন্য কত কিছুই করে মানুষ। সাধ্য না থাকায় মানুষের অনেক স্বপ্নই রয়ে যায় অপূর্ণ। উপমহাদেশের অন্যতম সেরা গিটারিস্ট আইয়ুব বাচ্চুরও ছিল বিশাল এক স্বপ্ন। সাধ্য না থাকায় যে স্বপ্নটি পূরণ হয়নি এখনও। তাই স্বপ্নটিকে আংশিক বাস্তবায়নের লক্ষ্যে তরুণদের কাছে নিজের সংগ্রহের প্রিয় পাঁচটি গিটার বিক্রি করে দিচ্ছেন ব্যান্ড সঙ্গীতের লিজেন্ড এ গায়ক।

এ শিল্পীর স্বপ্ন ছিল দেশব্যাপী গিটার বাজানোর প্রতিযোগিতা করবেন। সে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেবেন তার প্রিয় গিটারগুলো। কিন্তু স্পন্সরের অভাবে অর্থ সংকটে পূরণ হচ্ছে না তার এ স্বপ্ন।

তাই নিজের প্রিয় গিটার বিক্রির মাধ্যমে এবার বিকল্প উপায়ে গিটারগুলো তুলে দিচ্ছেন তরুণ প্রজন্মের গিটারিস্টদের হাতে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটি পোস্টও দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘তরুণ প্রজন্মকে ভালো গিটারিস্ট হতে উৎসাহ দিতেই আমার এ উদ্যোগ। অনেকের কাছে বলেছি তরুণ গিটারিস্টদের জন্য একটি প্রোগ্রাম সাজিয়ে গিটারগুলো কিনে নিয়ে যারা ভালো বাজায় তাদের গিফট করে দিন। এমনটি হয়নি, যাদের কাছে বলেছি তারা হয়তো এটা পারেননি অথবা আমি পারিনি। তাই ভাবলাম আমার সংগ্রহে যেসব দামি গিটার রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে। এসব দেশের বাইরে থেকে আনা। সুন্দর গিটারগুলো নষ্ট না করে যারা বাজাচ্ছেন তারা নিয়ে যাক। এতে তরুণরা সুর তুলবে। গিটার বাজাতে উৎসাহ পাবে। তাদের সুরের মাঝেই আমি বেঁচে থাকব। এ গিটারগুলো আমার খুবই প্রিয়। এগুলো অমূল্য সম্পদ আমার কাছে। মনে হয় নিজের চেয়ে বেশি ভালোবাসি এ গিটারগুলোকে।’

মাত্র পাঁচ দিনের জন্য দিয়েছেন এমন সুযোগ। যার তিন দিন ইতিমধ্যে চলে গেছে। হাতে রয়েছে আর মাত্র দুই দিন। এ সময়ের মধ্যে আগ্রহীদের গিটার সংগ্রহ করতে হবে।

পোস্টে আইয়ুব বাচ্চু গিটার কেনার জন্য যোগাযোগের একটি মোবাইল নম্বর দিয়েছেন। সেটি হলো- +880 1973020840

বিক্রির তালিকায় পাঁচটি গিটার হলো- (১) ErnieBall MUSIC MAN #AXIS, made in USA (২) CARVIN #JB, made in USA (৩) CARVIN, made in USA (৪) CHARVEL, made in USA ও (৫) ErnieBall MUSIC MAN #JP