ভুবন মাঝি ছবি নিয়ে চিপাচস এর ৪৬তম মুক্ত আলোচনা অনুষ্ঠিত

SHARE
বিশিষ্ট চলচ্চিত্র সংসদ কর্মী ও চলচ্চিত্র নির্মাতা ফাখরুল আরেফীন খান  পরিচালিত ভুবন মাঝি ছবি নিয়ে ৪৬তম মুক্ত আলোচনার বিষয় ছিল – ‘ আমাদের মহান মুক্তিযুদ্ধের অমর গাথা এবং ফাখরুল আরেফীন খান  পরিচালিত ভুবন মাঝি ‘  ছবি দেখার পর  মুক্ত আলোচনায় অংশ নেন উপস্থিত দর্শক । পরিচালক দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন । আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট নাট্যকার মাসুম রেজা ছবির ভূয়সী প্রশংসা করে বলেন ‘ ভুবন মাঝি ‘ আমাদের মুক্তি যুদ্ধের সার্থক চিত্রায়ন এবং পরিচালক শুরু থেকে শেষ অবধি একটি সমকালীন বার্তা দিয়ে ছবিটি শেষ করেছেন যার শিল্পগুণ পরিমিত ও আবেদন মনকে নাড়া দিয়ে যায় । পরিচালকের সৃষ্টিশীলতা এক অন্যন্যায় উজ্জ্বল ।
ছবি শুরুর আগে ছবির সঙ্গীত পরিচালক সদ্য প্রয়াত কালীপ্রসন্ন ভট্যাচার্যের আত্থার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয় । ছবি দেখানো শেষে পরিচালকসহ ছবির অভিনেতা-অভিনেত্রী , কলাকুশলী সকলকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত, অভিনন্দিত করা হয় । এরপর দীর্ঘক্ষণণ চলে ছবি নিয়ে পরিচালক – দর্শকদের প্রাণবন্ত মুক্ত মনে আলোচনা ।
অনুষ্ঠান ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি সুশীল সুূত্রধর এবং সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন বাচিক শিল্পী জয়ন্ত রায় ।
ছবিতে ফুলেল শুভেচ্ছা ও দর্শকদের অভিনন্দন গ্রহণ করছেন পরিচালক ফাখরুল আরেফীন খান এবংঅভিনেতা-অভিনেত্রী , কলাকুশলী সকলকে।