খালেদার গুলশান কার্যালয়ে ‘কিছুই’ পায়নি পুলিশ

SHARE

২৪আওয়ার রিপোর্ট : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়ে কোন কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

ওসি বলেন, এই কার্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর মতো কোন কিছু হচ্ছে কি না তা জানতে তল্লাশি করেছি। তবে সেখানে কিছু পাওয়া যায়নি। কাউকে আটকও করা হয়নি।

আজ শনিবার সকাল আটটা থেকে পৌনে ১০টা পর্যন্ত ওই কার্যালয়ে তল্লাশি চালায় হয়। আদালতের নির্দেশনায় এ তল্লাশি অভিযান চালানো হয় বলে দাবি করে পুলিশ।

এ ব্যাপারে ওসি আবু বকর সিদ্দিক বলেন, আদালতের নির্দেশ রয়েছে ওই কার্যালয়ে রাষ্ট্রবিরোধী কিছু আছে কি না সেটি খতিয়ে দেখার। আদালতের নির্দেশেই তল্লাশি চালানো হয়েছে।

এর আগে শনিবার সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করে খালেদার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সকালে ম্যাডামের (খালেদা জিয়া) কার্যালয়ে পুলিশ ঢুকেছে। তবে কেন এবং কি কারণে ঢুকেছে আমরা তা জানি না।

তবে তল্লাশির খবর পেয়েই সেখানে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, অজ্ঞাতনামা জিডির ভিত্তিতে দলীয় কাউকে না জানিয়ে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের এ তল্লাশি; তল্লাশি চালিয়ে সেখানে কিছু পাইনি পুলিশ।