ভেজাল ওষুধ উৎপাদন মামলায় ডা. হেলেন পাশার জামিন

SHARE

ভেজাল প্যারাসিটামল ওষুধ উৎপাদন ও বিক্রির দায়ে ১০ বছর দণ্ডপ্রাপ্ত অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পরিচালক ডা. হেলেন পাশাকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।image_97776_0

আইনজীবী সূত্রে জানা গেছে, হেলেন পাশার বয়স ৭৮ বছর। গুরুতর অসুস্থ অবস্থায় হেলেন পাশা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন।

গত ২২ জুলাই ভেজাল প্যারাসিটামল ওষুধ উৎপাদন ও বিপণনের অভিযোগে ডা. হেলেন পাশাসহ তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ ও ড্রাগ আদালতের বিচারক মো. আবদুর রশিদ।

দণ্ডপ্রাপ্ত অপর দুজন হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (প্রশাসন) মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত উৎপাদন কর্মকর্তা নৃগেন্দ্রনাথ বালা।

আসামিদের বিরুদ্ধে ১৯৮২ সালের ওষুধ নিয়ন্ত্রণ আইনের ১৬সি ধারার অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের এ দণ্ডাদেশ দেয়া হয়।

বিচারিক আদালতের এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হেলেন পাশা।

পাশাপাশি বয়স ও গুরুতর শারীরিক অসুস্থতার বিষয়টি উল্লেখ করে এ জামিন চাওয়া হয়। জামিন আবেদনের পক্ষে অ্যাডভোকেট এস এম শাহজাহান শুনানি করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শফিউল বশর ভাণ্ডারি। উভয় পক্ষের শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে।

আইনজীবী শফিউল বশর ভান্ডারি বলেন, “গুরুতর শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।”