ফিরোজা বেগমের পরিবারকে সমবেদনা জানালেন খালেদা

SHARE

উপমহাদেশের কিংবদন্তি নজরুলসংগীত-শিল্পী ফিরোজা বেগমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বুধবার রাতে ফিরোজা বেগমের ইন্দিরা রোডের বাসায় গিয়ে সমবেদনা জানান খালেদা।

মঙ্গলবার রাতে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে মারা যান কিংবদন্তি নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, জাসাস সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন দিদার প্রমুখ।
image_97777_0
খালেদা জিয়া এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এবং তাদের প্রতি সমবেদনা জানান।

পরে ড. ওসমান ফারুক সাংবাদিকদের কাছে সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমকে সরকার যথাযথভাবে মূল্যায়ন করেনি বলে অভিযোগ করেন।

তিনি বলেন, “ফিরোজা বেগমের চলে যাওয়া এটা অপূরণীয় ক্ষতি।আজকে শোকের দিন। কারণ তিনি শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের বরেণ্য শিল্পী ছিলেন।তার শূণ্যতা পূরণ হবে কি না সন্দেহ আছে। অথচ এই গুণী শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে সন্মান জানানোর যেমন প্রয়োজন ছিল তা করা হয়নি। তাকে রাষ্ট্রীয় মর্যদায় সমাহিত করা প্রয়োজন ছিল। তা হয়নি। এটা দুঃখজনক।”

এ সময় মরহুমের ভাই সাবেক সচিব আসাফ-উদ- দ্দৌলা, ছেলে হামিম আহমেদ ও শাফিন আহমেদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার বিকালে বনানী কবরস্থানে স্বামীর কবরের পাশে ফিরোজা বেগমকে দাফন করা হয়।