এ্যালবাম নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে মাহ্ফারা

SHARE

14937360_10207640459985981_5486988591348809316_n

ফ্রান্সের নাগরিক তাহসিন মাহ্ফারা মূলত বাংলাদেশেরই মেয়ে। তার বাবা মোস্তাক কামিলের জন্ম বগুড়ায় এবং মা আফরোজা কামিল টাঙ্গাইলের মেয়ে। যে কারনে বাংলাদেশের কৃষ্টি-কালচারের প্রতি তার যথেষ্ট্য ভালোবাসা রয়েছে। বর্তমনে সে প্যারিসের সেইন্ট ডেনিস ইউনিভার্সিটিতে চার্টাড একাউন্টিংয়ে ¯œতোকত্তর এ অধ্যায়ণরত। ইউরোপে বেড়ে ওঠা কন্ঠ শিল্পী তাহসিন মাহ্ফারা তার প্রথম একক এ্যালবামের কাজ করতে এখন ঢাকায় অবস্থান করেছেন। ঢাকায় এসেই তিনি ব্যস্ত সময় পার করছেন এ্যালবামের কাজ নিয়ে। ইউরোপে বড় হওয়ার পরও বাংলা ভাষার প্রতি তার অগাধ ভালোবাসার টানেই দেশের মাটিতে ছুটে এসেছেন। বাংলাদেশের কয়েকজন গুণী সঙ্গীত পরিচালকদের সাথে যোগাযোগ করে দেশে এসে কাজ শুরু করেছেন। এ্যালবামের নাম ঠিক না হলেও ইমরান মাহ্মুদুল, নাদিম শ্রাবন ও শফিক তুহিনের সংঙ্গীত পরিচালনায় বেশ কয়েকটি গান ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। গতকাল শেষ হয়েছে তার একটি গানের মিউজিক ভিডিও এর কাজ। একাকী নীরবে রাতেরও আধারে শিরোনামের গানটির ভিডিও ধারন করা হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে, গানটির সংঙ্গীত পরিচালনা করেছেন নাদিম শ্রাবন। ফাইজুর রথির পরিচালনায় বড় বাজেটের এই মিউজিক ভিডিওতে বর্তমান সময়ের আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সিনোমেটিগ্রাফীর দায়ীত্বে ছিলেন এম ফেরদৌস রেজা। তাহসিন মাহ্ফারা জানান গানের কম্পজিশন বাংলাদেশে হলেও বাকি গানগুলোর ভিডিও ধারণ করা হবে ইউরোপের বিভিন্ন লোকেশনে। তাহসিন মাহ্ফারার বাবা-মা মেয়ের প্রথম একক এ্যালবামের কাজ নিয়ে বেশ আশাবাদী।
15078522_10207667667786159_4841049949684901268_n