ভারতের সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না: ওবায়দুল

SHARE

obaআওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের জিম্মি করে ভারতের সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না। তাদের নিয়ে রাজনীতি করবেন না। যারা সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও নির্মমতা চালাচ্ছেন তাদের মনে রাখতে হবে পাশের দেশেও সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আছে। এদেশে সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়ে প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের জীবন বিপন্ন করবেন না।

বুধবার সকাল সাড়ে ১১টায় ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদকদের বৈঠকে তিনি এসব কথা বলেন।
সহসম্পাদকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, যারা মন্ত্রী হওয়ার জন্যে ঢাকায় লবিং করতে এসেছেন অথচ এলাকায় সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন, তারা মন্ত্রিত্ব পাবেন না। তিনি এমপিদের নিজ নিজ এলাকায় গিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
এদিকে, জাতীয় পার্টি সম্পর্কে ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় পার্টি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এবং নিজেদের স্বার্থেই দশম জাতীয় নির্বাচনে অংশ নিয়েছে।