কায়রোয় ইতালি দূতাবাসে হামলা, আহত ৫

SHARE

itali dutabashমিসরের রাজধানী কায়রোতে ইতালি দূতাবাসে বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবারের এই হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, শনিবার সকালে ইতালি দূতাবাসে হামলাটি ছিল গাড়িবোমা হামলা।

স্বাস্থ্যকর্মীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে পুলিশের দুই সদস্য রয়েছেন।

তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে সশস্ত্র ইসলামিক জিহাদিরা মিসরে প্রায়ই বোমা হামলা করে থাকে।

গত মাসে কায়রোতে গাড়িবোমা হামলায় প্রসিকিউটর হিশাম বারাকাত নিহত হন।

জুনে পুলিশ স্টেশনে অপর এক গাড়িবোমা হামলায় অন্তত তিনজন নিহত হয়েছিলেন।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, গত দুই বছরে সশস্ত্র জিহাদিদের হামলায় অন্তত ৬০০ পুলিশ ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।