ফোন চুরি ঠেকাতে ওরাকল সফটওয়্যার

SHARE

oracle softস্মার্ট ফোনের চুরি কমাতে কমিউনিকেশন ইগল আইডেন্টিটি রেজিস্টার নামের নতুন সফটওয়্যার দেশের বাজারে এনেছে ওরাকল।

ওরাকলের নতুন এই সফটওয়্যারের মাধ্যমে কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার (সিএসপি) প্রতিষ্ঠানসমূহ সহজেই এই কেন্দ্রীয় ডাটাবেজে তাদের গ্রাহকদের তথ্য সংযুক্ত করতে পারবে বলে জানিয়েছেন ওরাকল কমিউনিকেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার বাকসার গর্তি।

তিনি জানিয়েছেন, ওরাকলের এই সফটওয়্যার ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের স্মার্টফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইকুয়িপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) কোড সহজেই কেন্দ্রীয় রেজিস্টারে প্রবেশ করিয়ে দিতে পারবে এবং তা কালো তালিকাভুক্ত হয়ে যাবে। যেহেতু স্মার্টফোনটি কালো তালিকাভুক্ত হয়ে যাবে সেহেতু কোনো নেটওয়ার্কেই আর এই ফোন ব্যবহার করা যাবে না। ফলে স্মার্টফোন চুরির প্রবণতাও কমে যাবে।

ওরাকলের এই সফটওয়্যারটি একটি ডাটাবেজের মাধ্যমেই ২জি, ৩জি এবং ৪জি তথ্য এবং চুরিকৃত মোবাইল ডিভাইসের তথ্য সহজেই ব্যবস্থাপনা করতে পারবে।