”পাথওয়ে” এর তত্বাবধনে মৃত্যু ব্যক্তির দাফন সম্পন্ন

SHARE

মিরপুরের ১৩ নাম্বারে ৩৫ বছরের যুবকের মৃত্যুতে লাশ দাফন করা নিয়ে পরিবারের সমস্যার  যেন শেষ নেই। বিকাল ৫টায় মারা যাওয়ার পর থেকে তারা দাফন দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী আত্নীয় স্বজন কারো সহযোগিতা না পেয়ে সামাজিক সংগঠন পাথওয়ের শরনাপন্ন হয়। পাথওয়ের টিম ঘটনা স্থলে ছুটে যায় এবং ধর্মীয় রীতি মেনে রাত ৯ টার সময় দাফন কার্য সম্পন্ন করে। করোনা সময়কালীন  প্রতিদিনই মৃত্যু ব্যক্তির সৎকার নিয়ে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। সেখানে সকল বাঁধা, ভয় এমনকি মৃত্যুকে উপেক্ষা করে পাথওয়ের সেচ্ছসেবকরা মানুষের জন্য নানা কল্যানকর কাজ করে যাচ্ছে। মানবিকতার তাগীদে পবিত্র রমজানে ট্রাফিক পুলিশ সহ অসহায় মাানুষের পাশে দাড়িয়েছে বেসরকারি সামাজিক সংগঠন ”পাথওয়ে”।

শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে নিজস্ব গাড়িতে করে ট্রাফিক বক্সে প্রতিদিন ৬ শতাধিক ইফতার পৌঁছে দেন সংগঠনটির সেচ্ছাসেবীরা। এছাড়া লকডাউনে কর্মহীন মানুষের পাশপাশি, পথচারী ও তৃতীয় লীঙ্গের মানুষদের সম্পূর্ন বিনামূল্যে খাদ্য সহায়তা দিচ্ছে সংগঠনটি। সংগঠন থেকে সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে সাধারন মানুষের পাশাপশি মিডিয়ায় কর্মরত কেউ করোনায় আক্রান্ত হলে হাসপাতালে আনা নেওয়ার জন্য ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স এর ব্যবস্থা রাখা হবে। এই দূর্যোগকালীন মুহূর্তে সমাজের উন্নয়নে ও কল্যান সাধনে এ ধরনের সেবামূলক কাজ অব্যহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।