ভারতের গুজরাটে ভূমিকম্প

SHARE

51922_Vumikompo20150509130301শনিবার সকালে ভারতের গুজরাট রাজ্যে একটি মাঝারি মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩।

রাজ্যটির কুচ এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়। খবর দ্য হিন্দুর।

ভূতাত্ত্বিক গবেষণা ইনস্টিটিউট আইএসআর জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল রাজ্যের ভাচাও শহরের ২২ কিলোমিটার উত্তরপশ্চিমে।

প্রথম ভূকম্পনের পর ৭টা ৪৭ মিনিটে ফের ভূকম্পন (আফটারশক) অনুভূত হয় বলে আইএসআর জানায়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ২। তবে এ ভূকম্পনে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।