গুগলের ধন্যবাদ পেলো জেনিফার লোপেজের পোশাক

SHARE

jenifar lopezগুগলের ইমেজ সার্চ তৈরির পেছনে জেনিফার লোপেজের একটি ছবিই হয়ে উঠেছিল অনুপ্রেরণা। ১৫ বছর আগে তার ওই ছবিটি চোখ ধাঁধিয়ে দিয়েছিল গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ, সের্গেই ব্রিন আর গুগলের কর্মকর্তা এরিক স্মিডকেও।

সম্প্রতি গুগলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আমরা এখন গুগলে ছবি অনুসন্ধান করলে কোটি কোটি ছবি দেখি। কিন্তু জেনিফারের ওই ছবিটির কল্যাণেই এই গুগল ইমেজ সার্চ সুবিধাটি তৈরি করেছিলেন গুগলের দুই প্রতিষ্ঠাতা। ওই পোশাকটি ২০০০ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডসের সময় পরেছিলেন তৎকালীন ৪৫ বছর বয়সী এই শিল্পী।

গুগলের চেয়ারম্যান এরিক স্মিডের ভাষায়, ‘আমরা দেখেছিলাম সবচেয়ে জনপ্রিয় সার্চ বিষয়ের মধ্যে ছিল জেনিফারের ওই ছবিটি। ওই ছবিটি দেখে গুগল কর্তৃপক্ষ অনুপ্রাণিত হয়। মানুষ যাতে সহজে এ ধরনের ছবি খুঁজে পায় সে লক্ষ্য থেকে ইমেজ সার্চ তৈরি করে গুগল।